মানুষ শারীরিকভাবে অন্যান্য প্রাণীদের চেয়ে দুর্বল। সভ্যতার নানা হাতিয়ার ব্যবহার করে মানুষ সর্বশ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করে, নির্বিচারে জীবহত্যাও করে। কিন্তু জানেন কি প্রতি বছরই বহু মানুষের মৃত্যু ঘটে অন্যান্য জীবের হাতে এবং মজার বিষয় হল, মানুষ হত্যাকারী শীর্ষ ৫ তালিকায় বাঘ বা সিংহ কেউই নেই। এরা হলো:
১) মশা—
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ‘হু’-র পরিসংখ্যান চমকে দেওয়ার মতো। প্রতি বছর ৭ লক্ষ ২৫ হাজার মানুষ মশা-বাহিত রোগে মারা যান। শুধুমাত্র ম্যালেরিয়ায় আক্রান্ত হয় ২০ কোটি মানুষ এবং মারা যায় গড়ে ৬ লক্ষ মানুষ।
২) সাপ—
সব সাপ বিষধর নয় এবং কিছু বিশাল আকৃতির সাপ রয়েছে যারা বিষের প্রভাবে নয়, যে কোনও প্রাণীকে জাপটে ধরে নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলে এবং তার পর সোজাসুজি গিলে নেয়। তবে এই শেষের প্রজাতিটির দেখা বেশি মেলে আমাজনের জঙ্গলের গভীরে। গত বছরের একটি সমীক্ষা বলছে, প্রতি বছর ভারতে গড়ে ৪৫ হাজার মানুষ সাপের বিষে মারা যান।
৩) কুকুর—
কুকুর অনেকেরই প্রিয় পোষ্য এবং বলা হয় মানুষের প্রিয় বন্ধু। কিন্তু কুকুড়ের কামড়ে বা আক্রমণে যত না বেশি মানুষ মারা যান, তার থেকেও বেশিজনের মৃত্যু হয় র্যাবিস ইনফেকশন। সারা পৃথিবীতে ৯০ শতাংশ র্যাবিজ ইনফেকশন কিন্তু ছড়ায় কুকুর থেকেই।
৪) জলহস্তি—
টিভির পর্দায় দেখে খুব আদরণীয় মনে হলেও স্থলভাগের অন্যতম ভয়ঙ্কর প্রাণী হল জলহস্তি। এরা শাকাহারি হলেও নিজের এলাকা রক্ষার ব্যাপারে ভয়ানক সতর্ক এবং সেখানে অনুপ্রবেশ দেখলেই হিংস্র হয়ে তেড়ে যায়। এই প্রাণীটি আফ্রিকায় প্রতি বছর ৩০০০ মানুষের মৃত্যুর কারণ হয়।
৫) হাঙর—
পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রাণী এবং পপুলার কালচারে হাঙরের আক্রমণে মৃত্যু নিয়ে অনেক চর্চা হয়েছে। কিন্তু মজার বিষয় হল পৃথিবীতে প্রতি বছর মাত্র ১০ জন মানুষ হাঙরের শিকার হন কারণ এরা থাকেই এমন সব জায়গায় যেখানে সবাই সাধারণত যান না।
বিডি প্রতিদিন/ ২২ মে, ২০১৬/ হিমেল- ১০