পৃথিবীতে প্রতিদিনই কোনো না কোনো প্রজাতির প্রাণী আবিষ্কৃত হচ্ছে বা সন্ধান মিলছে। ফলে প্রতিনিয়ত-ই বাড়ছে এর সংখ্যা। যদিও এর সঙ্গে পাল্লা দিয়ে বিলুপ্ত হচ্ছে প্রাণী প্রজাতিরও। বিশ্বে এখন পর্যন্ত মোট কতটি প্রাণী প্রজাতি রয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। তবে সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, এখন পর্যন্ত মাত্র শূন্য দশমিক শূন্য এক শতাংশ প্রজাতি আবিষ্কৃত হয়েছে। বাকি ৯৯.৯৯৯ শতাংশ এখনো আবিষ্কৃত হয়নি!
সে হিসাবে পৃথিবীতে প্রায় ১ ট্রিলিয়ন অর্থাৎ ১,০০০,০০০,০০০,০০০ প্রজাতির প্রাণী রয়েছে! বিশ্বের প্রায় সব দেশের সরকারের কাছ থেকে পাওয়া গাছ ও প্রাণীর হিসাব থেকে সমীক্ষাটি করা হয়েছে।
সমীক্ষার ফলাফল বলছে, জলভাগ ও স্থলভাগের অন্তত ৩৫,০০০টি স্থানে ৫৬ লাখ আণুবীক্ষণিক ও অ-আণুবীক্ষণিক এমন প্রাণী প্রজাতি আছে।
বিডি-প্রতিদিন/২৩ মে ২০১৬/শরীফ