'মা' সবারই কাছে প্রিয়। কিন্তু যার মা নেই, প্রিয় মানুষটির তার জন্য কত কষ্ট হয় তা বলার অপেক্ষা রাখে না। আর মাকে হারানোর সেই কষ্টের কথা লিখে মিশরের এক স্কুলছাত্র ইতিমধ্যে হাজার হাজার মানুষের হৃদয় স্পর্শ করেছে।
সিনাই উপদ্বীপের একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ১১ বছর বয়সী ওসামা আহমাদ হাম্মাদ। পরীক্ষায় 'মা' সম্পর্কে একটি রচনা লিখতে বলা হয়। এর উত্তর দিতে গিয়ে ছাত্রটি লিখেছিল: “আমার মা মারা গেছেন এবং তার সাথে সবকিছুই শেষ হয়ে গেছে।”
ওসামার শিক্ষক তখন পরীক্ষার ওই খাতার একটি ছবি তুলে সেটি অনলাইনে পোস্ট করে। পরে ছবিটি ফেসবুকসহ বিভিন্ন সোশাল মিডিয়ায় ছড়িয়ে যায়। বিষয়টি জানতে পেরে আল-আজহার মসজিদের সর্বোচ্চ ইমাম ওই ছাত্রের পড়ালেখার ভার নিয়েছেন।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৬/মাহবুব