মার্কিন পপ তারকা এলভিস প্রিসলির একটি গিটার নিউইয়র্কে নিলামে ৩ লাখ ৩৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার দাম ২ কোটি ৬২ লাখ টাকা।
এলভিস প্রিসলি কারাটেতে ব্ল্যাক বেল্ট পাওয়ার পর তার পিতা ভেরনন প্রিসলি তাকে গিটারটির উপহার দিয়েছিলেন।
নর্থ ক্যারোলিনায় ১৯৭৫ সালে অনুষ্ঠিত একটি কনসার্টের সময় এলভিস প্রিসলি এই গিটারটি তার এক ভক্তকে উপহার দিয়েছিলেন।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৬/মাহবুব