ক্ষমতায় থাকা অবস্থায় প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হিরোসিমা সফরে যাচ্ছেন বারাক ওবামা। কিন্তু সেখানে পরমাণু বোমা নিক্ষেপের ঘটনায় ক্ষমা চাইবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি।
জাপানের সরকারি সংবাদমাধ্যম এলএইকে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এ কথা জানান ওবামা।
এ প্রসঙ্গে বারাক ওবামা বলেছেন, 'আমি মনে করি, এটা বোঝা প্রয়োজন যে যুদ্ধ চলাকালীন অনেক সময়ই যে কোন রকম সিদ্ধান্ত নিতে রাষ্ট্র নায়করা বাধ্য হন। জাপানে পরমাণু বোমা ফেলা নিয়ে বিশ্লেষণ ঐতিহাসিকদের কাজ। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের আসনে গত সাড়ে সাত বছরের অভিজ্ঞতায় বলতে পারি যে প্রত্যেক নেতাকেই কঠিন সিদ্ধান্ত নিতে হয়, বিশেষ করে যুদ্ধের সময়।'
১৯৪৫-এর ৬ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানের হিরোসিমায় পরমাণু বোমা ফেলেছিল আমেরিকা। মৃত্যু হয়েছিল ১ লক্ষ ৪০ হাজার মানুষের। তেজস্ক্রিয়তার বিষে পঙ্গু হয়ে যান বহু মানুষ। প্রজন্মের পর প্রজন্ম সেই বিষ বয়ে চলে। এর ঠিক তিন দিন পর নাগাসাকিতে পড়ে দ্বিতীয় বোমাটি। মৃত্যু হয় ৭৪ হাজার মানুষের।
বিডি-প্রতিদিন/ ২৩ মে ১৬/ সালাহ উদ্দীন