জীবনে কখনও শুনেছেন কাক পোষ মানে? কিংবা কথা বলে? কখনো দেখেছেন, মানুষের কাঁধে চড়ে ঘুরে বেড়াচ্ছে কাক? অবিশ্বাস্য মনে হলেও এমন একটি কাকের সন্ধান পাওয়া গেছে, যে এগুলোর সব পারে। আর এটাই ঝড়ে পাওয়া কাকের রূপ কথা। বর্তমানে কাকের কথা বলার সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল। বাংলাদেশের কোনো এক অঞ্চলে এমন কাকের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতের জি নিউজ। তবে কোন এলাকায় তা নিদিষ্ট করেনি সংবাদ মাধ্যমটি।
মানুষ যা খায়, কাকও তাই খায়। কাকের পছন্দের খাবারের তালিকায় রয়েছে ডিমের হলুদ কুসুম, দুধ, মাছ। নিরামিষ একেবারেই পছন্দ নয়।
ভিডিওতে দেখুন:
বিডি-প্রতিদিন/২৫ মে, ২০১৬/মাহবুব