ভিয়েতনাম সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বিখ্যাত আমেরিকান টিভি শেফ অ্যান্থনি বোউরদাইনের সঙ্গে রাস্তার পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে দেখা গেছে।
মঙ্গলবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে রাস্তার পাশের ওই রেস্তোরাঁয় বসে মাত্র ছয় মার্কিন ডলার মূল্যে রাতের খাবার খান তারা।
‘রাস্তার খাবার’ নিয়ে টেলিভিশনে একটি অনুষ্ঠানের সঞ্চালক বোউরদাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছবিগুলো পোস্ট করেন। বোউরদাইন ওবামার সঙ্গে ভোজের ছবি পোস্ট করার পরই তা অনলাইনে ছড়িয়ে পড়ে।
তবে মজার বিষয় হল ওই দিন রেস্তোরাঁটিতে খাবার খেতে আসা অন্যান্যরা প্রথমে বুঝতেই পারেননি তাদের পাশের টেবিলে বসে খাবার খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর হঠাৎ করেই দোকানটিতে ওবামাকে দেখে অবাক হয়ে যায় দোকানের অন্য ক্রেতারাসহ দোকানটির রাঁধুনিও।
ডিনারে ওবামার মেন্যু ছিল শূকরের ভাজা মাংস ও চালের নুডলস, সঙ্গে কিছু সবুজ সবজি ও হ্যানয় বিয়ার। ভিয়েতনামে এই মেন্যুকে ‘বুন চা’ বলা হয়। রাস্তার পাশে ওবামার খাবার খাওয়ার পুরো সময়টি বোউরদাইনের ক্রুরা ভিডিও করেছেন।
বিডি প্রতিদিন/ ২৫ মে ২০১৬/ হিমেল-০৮