সম্প্রতি প্রশাসনিক সমস্যা, রাস্তার বেহাল দশা ও চিকিৎসা ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে একটি নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিজেদের অভিযোগ দাখিল করতে বিহারবাসীকে বলেছিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তাঁর এই মানবসেবার আহ্বান জানাতে গিয়ে নতুন সমস্যায় পড়লেন মন্ত্রী। হোয়াটসঅ্যাপ মেসেজে প্রশাসনিক সমস্যার অভিযোগের পরিবর্তে তিনি পেলেন ৪৪,০০০ বিবাহের প্রস্তাব! যা প্রকাশ্যে আসতেই হাসির রোল উঠেছে চারদিকে।
জানা যায়, ওই হোয়াটসঅ্যাপ নম্বরে মোট ৪৭,০০০ বার্তা এসেছে। তার মধ্যে ৪৪,০০০ বার্তাই বিয়ের প্রস্তাব। মাত্র ৩,০০০ বার্তা অভিযোগ সংক্রান্ত।
বিয়ের কথা ভাবছেন কী? এমন প্রশ্নের জবাবে ২৬ বছরের উপ-মুখ্যমন্ত্রীর জবাব, 'বিয়ে তো করব। আমার পরিবারের সদস্যরা যাকে পছন্দ করবেন, তাকেই জীবনসঙ্গী করতে চাই'।
বিডি প্রতিদিন/এ মজুমদার