সম্প্রতি ক্যালিফোর্নিয়ার এক পিতাকে চার বছর ধরে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে ১৫০৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ৪১ বছর বয়সী ঐ পিতাকে ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো উচ্চ আদালত স্থানীয় সময় শুক্রবার এই কারাদণ্ডের আদেশ দেয়। সংবাদ মাধ্যম এপির প্রতিবেদনে এই খবর প্রকাশ পেলেও দোষী ঐ পিতার নাম-পরিচয় প্রকাশ পায়নি। খরব এনডিটিভির।
সমাজের জন্য এমন ব্যক্তি বিপজ্জনক। নিজের কর্মকাণ্ডের জন্য কোন অনুশোচনা তিনি করেননি। তিনি তার অপকর্মের জন্য মেয়েকেই দায়ী করেছেন। কারাদণ্ডের প্রদানের সময় বিচারক এডওয়ার্ড সারকিসিয়ান এইসব কথা বলেন।
নির্যাতিতা মেয়েটি প্রথমে পারিবারিক বন্ধুর দ্বারা ধর্ষিত হয়। পরে মে ২০০৯ থেকে মে ২০১৩ সালের মধ্যে সে দুই থেকে তিনবার ধর্ষণের শিকার হয়েছে বলেন জানান প্রসিকিউটর নিকোল গ্যালস্টান।
বিডি প্রতিদিন/এ মজুমদার