সুইজারল্যান্ড হলো পর্যটকদের কাছে স্বপ্নের গন্তব্য। সারা বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন সুইজারল্যান্ডে। কিন্তু দেশটির সরকারের কাছে চিন্তার কথা হয়ে দাঁড়ান মাদক ব্যবহারকারীরা। মাদক ব্যবহারের জন্য সাধারণত বেশিরভাগ লোকই পাবলিক টয়লেট বা রেস্টরুমকেই বেছে নেন।
নানা চিন্তা ভাবনার পর পাবলিক টয়েলেটে তাই হালকা নীল আলোর ব্যবহার শুরু করে সুইস প্রশাসন। কয়েক মাস পরে দেখা গেল পাবলিক টয়লেট বা রেস্টরুমে ড্রাগ ব্যবহার একবারে কমে গেল।কারণ অন্য যে কোনও আলোর থেকে নীল আলোয় শিরা দেখতে কষ্ট হয়। ইনজেকশনের মাধ্যমে ড্রাগস নিতে হলে শিরা দেখাটা বাধ্যতামূলক। তাই পাবলিক টয়লটে মাদক ব্যবহারের হার কমতে শুরু করে।
সুইজারল্যান্ডের পর এখন অনেক ইউরোপীয় দেশেই পাবলিক টয়েলেট ও রেস্ট রুমে নীল আলোর ব্যবহার করা হয়।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৬/ফারজানা