যেভাবেই হোক টোকাটুকি বন্ধ করতেই হবে। সেই লক্ষ্যে এক অভিনব উপায় বেছে নিলেন চীনের আনহুই প্রদেশের চুঝৌ এক্সপেরিমেন্টাল স্কুল। স্কুলটির বিপক্ষে একাধিকবার পরীক্ষায় টোকাটুকির অভিযোগ উঠছিল। শাস্তি, অনুরোধ, নির্দেশ কোনওভাবেই আটকানো যাচ্ছিল না সেখানকার শিক্ষার্থীদের।
শেষমেশ রাস্তা খুঁজে বের করলেন স্কুলেরই এক শিক্ষক। খবরের কাগজের পাতার মাঝখানটা কেটে ঠুলির মতো পরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন শিক্ষার্থীদের মাথায়। যাতে করে পাশের জন কী লিখছে তা কোনও পরীক্ষার্থী দেখতে না পারে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতে না হতেই ভাইরাল হয়ে যায়।
কেউ কেউ প্রশংসা করতে শুরু করেন, আবার কেউ করেন সমালোচনা। তবে একটি সংবাদপত্রের দাবি, শিক্ষক ও ছাত্রদের মধ্যে একটি খেলা চলছিল। ফাইনাল পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের চাপমুক্ত করতেই নেওয়া হয়েছিল এই উদ্যোগ।
বিডি-প্রতিদিন/ ৬ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৫