শেষকৃত্য কোনো গান স্যালুট নয়। কোনো কালো কাপড়ে চোখে পানি নয়। বরং নাচা-গানা ফূর্তির আবহেই পরলোকে চললেন তাইওয়ানের রাজনীতিক তুং সিয়াং। আর তার শেষকৃত্যে দাপিয়ে বেড়ালেন বিকিনি পরা সুন্দরীরা।
বাবার মৃত্যুকে এভাবেই স্মরণীয় করে রাখলেন সিয়াং-এর ছেলে। ৫০ জন সুন্দরীকে বিকিনি পরিয়ে গাড়িতে নাচাতে নাচাতে নিয়ে গেলেন তিনি। সিয়াং জুনিয়র-এর দাবি, তার বাবা নাকি হইহট্টগোলের মধ্যে দিয়েই পরলোক গমন করতে চেয়েছিলেন।
ভাতিজার দাবিতে একমত তুং সিয়াং-এর ভাই তুং মাও সিয়াং। তার দাবি আবার অন্য। ‘দাদা ২ দিন আগে স্বপ্নাদেশ দিয়েছিলেন। তাই এই আয়োজন।’
বিকিনি পরিয়ে পোল ডান্সিং সচরাচর চোখে না পড়লেও চিনে শেষকৃত্যে মেয়েদের ভাড়া করা হয়ে থাকে। এর আগে এক শেষকৃত্যে স্ট্রিপার ভাড়া করে তাক লাগিয়ে দিয়েছিলেন এক চিনা পরিবার। পরে পুলিশ এসে তাদের স্ট্রিপ করা থেকে আটকায়।