সন্তানধারণ জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা হলেও কখনো কখনো অনেক মায়ের কাছে তা সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ এখনও সমাজ কুমারী মায়ের সন্তানকে স্বীকৃতি দেয় না।
এই অবস্থাটি শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে। মার্কিন দেশেও বহু অল্পবয়সী মেয়ে নিজের অপ্রত্যাশিত সন্তানকে পরিত্যাগ করতে বাধ্য হন। কিন্তু একটি শিশু সমাজের দায়বদ্ধতা। বিষয়টি মাথায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে চালু হচ্ছে 'বেবি বাক্স'।
এই বাক্সগুলিতে কোনও মা নিজের অপ্রত্যাশিত সন্তানকে রেখে যেতে পারবেন। বাক্সটির ঢাকনা খুললেই একটি অ্যালার্ট চলে যাবে পুলিশের কাছে এবং উদ্ধারকারী টিম চলে আসবে শিশুটিকে উদ্ধার করতে। প্রথমে শিশুটিকে নিয়ে যাওয়া হবে হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পরে তাকে স্থানান্তরিত করা হবে কোন অনাথ আশ্রমে।
বিডি-প্রতিদিন/ ৭ জানুয়ারি, ২০১৬/ সালাহ উদ্দীন