ভারতীয় এক ইউটিউবার জনসমক্ষে অপরিচিত তরুণীকে চুম্বন করে পালিয়ে যাওয়ার ভিডিও করে এবং সেটি ইউটিউবে পোস্ট করে বিপাকে পড়েছেন। দিল্লির পুলিশ এখন ঐ ভিডিওগুলো পরীক্ষা করে দেখছে এবং তার 'কৌতুক' ভিডিওর শিকার নারীদের আনুষ্ঠানিক অভিযোগ করার আহ্বান জানিয়েছে। ঘটনার পর ব্যাপক জনরোষের পর ঐ ইউটিউবার ক্ষমা চেয়েছেন এবং ভিডিওটি তার চ্যানেল থেকে মুছে পেলেছেন।
মি. ভার্মা এমন এক সময়ে ভিডিওটি পোস্ট করেন যখন ভারতের দক্ষিণাঞ্চলের ব্যাঙ্গালোর শহরে নববর্ষ উদযাপনের সময় ব্যাপক যৌন নির্যাতনের অভিযোগ আলোচিত হচ্ছে। তার ইউটিউব চ্যানেলের প্রায় দেড় লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। জনরোষের পর দেয়া এক ভিডিও বার্তায় তিনি জানান 'ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে বানানো। কাউকে আঘাত করার উদ্দেশ্যে বানানো হয়নি। যদিও তার এই ব্যখ্যায় দেশটির পুলিশ সন্তুষ্ট নয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার