ব্রাজিলে নতুন বছরের শুরুর দিন কারাগারে ভেতর দাঙ্গা উসকে দেয়ার ঘটনায় সন্দেহ করা হচ্ছে এমন একটি অপরাধী গ্রুপকে, যারা গানের মাধ্যমে তাদের প্রতিপক্ষ গ্রুপকে হুমকি দিয়ে যুদ্ধের ঘোষণা দিয়েছিল। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মানাউসের একটি কারাগারে ওই হামলায় ৫৬ জন কারাবন্দী নিহত হয়। খবর বিবিসির।
এবার ভীতিকর গানের মাধ্যমে ফ্যামিলিয়া ডো নর্তে নামের ওই গ্যাংটি হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে "যুদ্ধ কেবল শুরু হয়েছে" বলে উল্লেখ করে। প্রতিদ্বন্দ্বী আরেক অপরাধী সংগঠন ফার্স্ট ক্যাপিটাল কমান্ডের উদ্দেশে হুমিক দিয়ে এই সঙ্গীত প্রচার করা হয় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমেও শেয়ার করা হয়।
বিবিসি জানায়, ব্রাজিলে মাদক পাচার রুট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ফ্যামিলিয়া ডো নর্তে ও ফার্স্ট ক্যাপিটাল কমান্ডের মধ্যে সংঘাত দীর্ঘদিনের। তবে ফাস্ট ক্যাপিটাল গ্রুপ উত্তরাঞ্চলে প্রভাব বাড়ানোর চেষ্টা শুরু করলে ২০১৬ সালে তা তীব্র আকার ধারণ করে।
তদন্তকারীরা ধারণা করছেন, ফ্যামিলিয়া ডো নর্তে গ্যাং এর সদস্যরাই কারাগারে দাঙ্গার ঘটনা ঘটায়। যদিও এই গ্রুপটির পক্ষে এমন কাজ করা নতুন কোনো ঘটনা নয়। বিবিসি জানায়, ২০১৫ সালেও তারা এধরনের গান ছড়িয়ে দিয়েছিল।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৭/মাহবুব