বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় পাকিস্তানে দুই কিশোরীর ওপর গ্রেনেড হামলা চালিয়েছে এক ব্যক্তি। পাকিস্তানের বাণিজ্যিক শহর লানধির কোহি গোঠ এলাকায় এ ঘটনা ঘটে। ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীদের ওপর হামলা চালানো হয়।
হামলার শিকার সামরিন (১৯) ও সানাম (১৭) সম্পর্কে বোন। বর্তমানে তারা জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। হামলাকারীকে গ্রেফতার করা যায়নি।
হামলাকারী সাজিদ আহত দুই বোনের আত্মীয়। কিশোরীদের বাবা কাদির বকশ জানান, হামলাকারী সাজিদ তার একটি মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। প্রস্তাব ফিরিয়ে দেয়ায় সাজিদ বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। বন্ধুদের নিয়ে এ হামলা চালিয়েছে সাজিদ।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৭/ফারজানা