১২বছরের এক নাবালিকার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ সোশ্যাল মিডিয়াতেই সেই নাবালিকা তার আত্মহত্যার ভিডিওটি শেয়ার করে। যা ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
জানা গেছে, গত ৩০ডিসেম্বর, উত্তর জর্জিয়ার সিডারটাউন শহরের কেটলিন নিকোল ডেভিস নামে ১২বছরের এক কিশোরী, একটি চল্লিশ মিনিটের ভিডিও পোস্ট কর। যেখানে সে আত্মহত্যার ঠিক আগের মুহূর্তে তার পরিবার পরিজনের কাছে ক্ষমা চেয়ে শেষ বিদায় জানিয়েছে। আর সমগ্র বিষয়টিই সে তার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করে রেকর্ড করে।
এখানেই শেষ নয়। একটি স্থানীয় সংবাদপত্র থেকে জানা যায়, এই ঘটনার বেশ কিছুদিন আগে সে অন্য একটি ভিডিও রেকর্ড করে। যেখানে সে জানায়, তার এক আত্মীয় তাকে যৌন নির্যাতন করে।
বেশ কিছু জায়গা থেকে ছবিটি মুছে ফেলা হলেও, সব সাইট থেকে তা তুলে নেওয়া সম্ভব হয়নি। এবং এই বিষয়ে পোক কাউন্টি পুলিশ প্রধান কেনি ডড উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিওটির প্রচার বন্ধ হওয়া দরকার বলে তিনি মনে করেন।