কখনও লন্ডনে গেলে পোর্টাডাউনের দ্য ইন্ডিয়ান ট্রি রেস্তোঁরার খাবার মিস করবেন না। এখানকার খাবার খেলে হৃদয়বান হয়ে উঠবেন। কারণ সম্প্রতি এক ব্যবসায়ী ১০০ পাউন্ডের থেকেও কম দামী খাবারের বিলের জন্য ১,০০০ পাউন্ডের বখশিশ দিয়েছেন।
অবাক হলেও সত্যি এমনই ঘটেছে সে রেস্তোরাঁয়। নর্দার্ন আয়ারল্যান্ডের এক ব্যবসায়ী কর্মসূত্রে লন্ডনের বাইরে থাকতেন। তবে লন্ডনে থেকেও তিনি ফ্যান ছিলেন দ্য ইন্ডিয়ান ট্রি-র শেফ এর হাতের খাবারের। যখনই তিনি তার বেলফাস্টের বাড়িতে ফিরতেন, এখানে এসে খাওয়া দাওয়া করতেন।
যেদিনের ঘটনা, সেদিনও পরিবারের ৪জনকে নিয়ে রেস্তোঁরায় আসেন সেই ব্যবসায়ী। খাওয়া দাওয়া সারার পর তার খাবারের বিল আসে ৭৯.৫ পাউন্ড। তারপর রেস্তোরাঁর ওয়েটারকে একদিকে টেনে নিয়ে গিয়ে বলেন, "তাদের পরিষেবা, রেস্তোঁরার আবহ সব কিছুতে তিনি মুগ্ধ। সকলকে ধন্যবাদ দিতে চান, এই হাজার পাউন্ড তারই "
টাকার পরিমাণ শুনে রেস্তোঁরা কর্মীরা স্তম্ভিত হয়ে যান। তাকে বোঝানোরও চেষ্টা হয়। কিন্তু কারও কথায় কান না দিয়ে মেশিন টেনে নিয়ে কার্ডে সেই রেস্তোঁরাকে হাজার পাউন্ড বখশিস দেন তিনি। তারপর আলাদা করে সেদিনের খাবারের দাম দেন।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৪