একসঙ্গে শতবর্ষ উদযাপন করলেন রেনি ও ফিল নামে যমজ দুই বোন। পরিবার, পরিজনদের উপস্থিতিতে জমে উঠেছিল গত নভেম্বরের সন্ধ্যার সেই ‘সানডে রোস্ট’। গোটা পরিবারের কাছেই যে তারা দারুণ স্পেশ্যাল।
১৯১৬ সালের ২০ নভেম্বর জন্ম তাদের। ফিলি বড়, আইরিন ছোট। দুই বোনই এখন ওরসেস্টরের স্টুর্টপোর্টের বাসিন্দা।
প্রতিটা জন্মদিনই তারা একসঙ্গে কাটিয়েছেন। ১৯তম জন্মদিনে যেমন একে অপরকে ছাড়া ভাবতেই পারতেন না, ৯৯তেও সেই টান একটুও কমেনি। একই স্কুলে পড়েছেন, দু’জনেরই প্রথম চাকরি সিয়াটেল পোর্সেলিন প্রডাক্টসে। এর পরেই রেনির বিয়ে হয় স্যামুয়েল ক্রাম্পের সঙ্গে। চেহারায় প্রচুর মিল থাকলেও আইডেন্টিকাল নন আইরিন ও ফিলি। একে অপরের ফার্স্ট নেম নিজেদের মিডল নেম হিসেবে ব্যবহার করেন।
রেনি বলেন, সারা জীবন আমরা একে অপরকে ছাড়া ভাবতেই পারতাম না। এখনও একসঙ্গে থাকি। পাঁচ বছর আগে ফিলি আমার সঙ্গে থাকতে আসে।
জিনগত ভাবেই দীর্ঘায়ু এই পরিবার। ২০০৬ সালে ৯২ বছর বয়সে মৃত্যু হয় আইরিন ও ফিলির বড় দিদির। আইরিনের স্বামী স্যামুয়েল ১৯৯৯ সালে ৯০ বছর বয়সে মারা যান। ২০০৬ সালে ৯১ বছর বয়সে মৃত্যু হয় ফিলির স্বামীর। আইরিন নিঃসন্তান। ফিলির একমাত্র পুত্র কার্ল। অবসরপ্রাপ্ত কার্ল জানালেন, ওরা স্বনির্ভর। একা থাকেন। কোনও সমস্যায় পড়লে আমাকে ফোন করেন।