পর্যটকদের অন্যতম আকর্ষণ ভারতের শ্রীনগরের ডাল লেক। সেই ডাল লেকের আর এক আকর্ষণ ‘ভাসমান পোস্ট অফিস’। ডাল লেকে শিকারার মাঝে ভেসে রয়েছে কাঠের পোস্ট অফিস।
শুধু ভারত নয়, এটিই বিশ্বের একমাত্র ভাসমান পোস্ট অফিস। ডাল লেকের পশ্চিম প্রান্তের এই পোস্ট অফিস থেকে ডাক বিভাগের যাবতীয় রকম কাজকর্ম হয়।
সবাই এটিকে ভাসমান পোস্ট অফিস বলে চিনলেও এর আসল নাম- নেহরু পার্ক পোস্ট অফিস। ২০১১ সালের অগস্ট মাসে এই পোস্ট অফিসটির সূচনা হয়। এটি উদ্বোধন করেন জম্মু-কাশ্মীরের তৎকালীন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
এই ভাসমান পোস্ট অফিসে একটি ফিলাটেলি মিউজিয়ামও রয়েছে। যা দেখতে ভিড় করেন বহু পর্যটক।
বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম