পাঁচ কেজি স্বর্ণের লোভ দেখিয়ে ১৪ বছরের এক কিশোরীকে বলি দিল এক তান্ত্রিক। উত্তরপ্রদেশের কনৌজ এলাকার ঘটনা।
তান্ত্রিক কিশোরীর বাবাকে বুঝিয়েছিল, মেয়ের মাথা কেটে ভগবানকে উৎসর্গ করলে উত্তরপ্রদেশের থাথিয়া জঙ্গল থেকে পাঁচ কেজি সোনার গুপ্তধন পাওয়া যাবে।
সেই কথামতো মেয়েকে মাদক খাইয়ে বেহুঁশ অবস্থায় তান্ত্রিকের কাছে নিয়ে আসে বাবা। ওই অবস্থাতেই বলি দেওয়া হয়। তারপরে তিন সপ্তাহ কেটে গেলেও পাওয়া যায়নি প্রতিশ্রুতি মতো গুপ্তধন।
তখন টনক নড়ে কিশোরীর বাবার। স্থানীয় পুলিশের দ্বারস্থ হয় সে। অভিযোগ পেয়ে বাড়ি থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। পলাতক তান্ত্রিকের খোঁজ শুরু হয়েছে।
এর আগে এধরনের একটি ঘটনা উঠে এসেছিল অাসামের সোনারি জেলায়। তান্ত্রিকের কুসংস্কারের শিকার হতে হয়েছিল ৪ বছরের এক শিশুকে। মুণ্ডচ্ছেদ করা হয়েছিল তার।
সূত্র: আজকাল
বিডি প্রতিদিন/ ৮ জুন, ২০১৭/ ই জাহান