রাশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে মঙ্গোলিয়া সীমান্তের ৭৪ বছর বয়সী নিনার নামে এক বৃদ্ধার পেট থেকে অপারেশনের পর বের করা হয় ১৫২টি ধাতব বস্তু। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, শরীরে উচ্চ তাপমাত্রা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে এক্সরে রিপোর্টে বিষয়টি ধরা পড়ে। সমস্যা জটিল হয়ে পড়ায় চিকিৎসকরা অপারেশন করে তার পেট থেকে ১৫২টি ধাতব বস্তু বের করেন। যার মধ্যে রয়েছে- বড় বড় নখ, স্ক্রু, দরজার তালা, বল্টুসহ বিভিন্ন লৌহজাত বস্তু।
জানা যায়, লোহার বস্তু খেলে শারীরিকভাবে আরো শক্তিশালী হওয়া যাবে, এমন ‘বিশ্বাস’ থেকে স্ক্রু, নাট, বল্টুসহ বিভিন্ন ধাতব বস্তু গ্রহণ করতে থাকেন রাশিয়ান এই নারী। একপর্যায়ে শরীরে যন্ত্রণা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর পেটে ধাতব বস্তুর উপস্থিতি নিশ্চিত হন চিকিৎসকরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার