৩৪ বছরের নাদিশা আট মাসের গর্ভবতী ছিলেন। বাসে করে বাড়ি ফিরছিলেন। সিট পাননি তাই দাঁড়িয়েই ছিলেন। তখনও টের পাননি কয়েক মিনিট দূরেই মৃত্যু অপেক্ষা করছে।
নাদিশা বাসের ওঠার কিছুক্ষণ পরই চালক মোড় ঘুরান। বাসের দরজা খোলা ছিল। দাঁড়ানো নাদিশা ভারসাম্য হারিয়ে বাস থেকে পড়ে যান। মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়।
সম্প্রতি ভারতের কেরালা রাজ্যে এ ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি নাদিশাকে। পেটের সন্তানটিকে অবশ্য বাঁচানো গেছে। তাকে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সূত্র : ইন্ডিয়া টুডে
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি, ২০১৮/ফারজানা