কেকের আয়তন প্রায় এক কিলোমিটার। আর ওজনে ৯ হাজার ৩৭৫ টন। এমনই সুবিশাল কেক তৈরি করা হয়েছে মেক্সিকোতে। আর এই কেক নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। কেকের এই ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতেও।
নতুন বছর শুরু হতেই উৎসবের আনন্দে মেতে ওঠেন মেক্সিকানরা। প্রত্যেক বছরেই তারা বিভিন্ন খাবার তৈরি করেন। সুবিশাল এই কেকটির নাম দেওয়া হয়েছে ‘রোসকা দে রেইস’। কেকটির একটি অংশ মিষ্টি ছাড়া তৈরি করা হয়েছিল। যাদের মিষ্টি খাওয়া নিষেধ, তারাও যাতে এই উৎসবে অংশ নিয়ে কেক খেতে পারেন তার জন্যই এই ব্যবস্থা বলে জানা গেছে।
এ বছর খাবারে অভিনবত্ব আনতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। প্রায় ২ হাজার ১৪২ জন কারিগর মিলে এই কেকটি তৈরি করেন। জানা গেছে, প্রথমে মেক্সিকান সিটির জায়েন্ট প্লাজায় কেকটি নিয়ে আসা হয়। উৎসবের সময় প্রায় আড়াই লক্ষ মানুষকে কেকটি খাওয়ানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর