জীবনে উত্থান-পতন হয়েই থাকে। প্রত্যেকের জীবনের ক্ষেত্রেই সেটা সত্যি। আর এই নিয়েই বেঁচে থাকতে হয়। অন্ধকার ছাড়া কখনও আলোর উদয় হয় না, ঠিক সেভাবেই খারাপ সময় না আসলে, ভাল সময়টার মর্যাদাই হয়ত দেওয়া যেত না। বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।
আমাদের আজকের এই প্রতিবেদনে দেওয়া এই ছবি থেকে বোঝা যাবে আপনার জীবনে এখন ঠিক কি চলছে। আগে ভালভাবে ছবিটি দেখুন আপনি। কি দেখতে পাচ্ছেন-
১. আপনি কি দেখছেন একটি গ্রাম, কুঁড়েঘর, গাছ আর পাখি-
এর অর্থ হল স্বাধীনতা। পাখী হোক বা ঘর কিংবা গ্রাম- ছবির প্রত্যেকটা জিনিস এটাই বোঝাচ্ছে যে আপনি একজন স্বাধীন ব্যক্তি। আপনি নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই নেন। কোনও মূল্যের সমাজের কাছে মাথানত করেন না। আপনি খুবই সৃজনশীল। আপনার ব্যক্তিত্ব অনন্য। আপনি খুব ভাল শ্রোতা। অন্য কারও সমস্যা সমাধানে আপনি সবসময় এগিয়ে যান।
২. আপনি কি দেখছেন একটা হাতি-
এমনটি হলে আপনি খুব সাবধানে থাকুন। কোনও একটা নেগেটিভ এনার্জি আপনাকে ঘিরে আছে। আপনাকে সব নেগেটিভিটি ফেলে উঠে দাঁড়াতে হবে, এগিয়ে যেতে হবে। মানুষ হিসেবে আপনি খুবই সৎ ও বিনয়ী। দুর্ভাগ্যবশত আপনি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু তার জন্য ভেঙে পড়ার কোনও কারণ নেই। নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে আপনাকে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর