স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া চলতে পারে। এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার। কিন্তু ঝগড়ার জেরে স্বামীকে লক্ষ্য করে গুলি চালালেন স্ত্রী। তাও কিনা স্বামী কমোডে থাকাকালীন অবস্থায়। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরিজোনাতে।
পুলিশ সূত্রে জানা যায়, তাদের কাছে এক ব্যক্তি ফোন করে জানায় যে তার স্ত্রী তাকে লক্ষ্য করে গুলি করছে। ফোনে তিনি জানান, বাথরুমে থাকাকালীন আচমকা ঢুকে তার ওপর গুলি চালাতে শুরু করেছে তার স্ত্রী।
ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেই ব্যক্তিকে উদ্ধার করে ও তার স্ত্রীকে আটক করে পুলিশ। সেই ব্যক্তি পুলিশকে জানায়, তার স্ত্রীর সঙ্গে তার গত দু’দিন ধরে ঝগড় চলছিল। ঝগড়া এতটাই বেড়ে যায় যে তার স্ত্রী তার ওপর গুলি চালাতে শুরু করে দেয়।
অন্যদিকে সেই নারী গুলি চালানোর যে কারণ জানিয়েছে তা শুনে হতবাক সকলে। তিনি জানান, তার স্বামী কোনও কথা শুনছিল না। তাই বাধ্য হয়ে নিজের কথা শোনানোর জন্য গুলি করেন তিনি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর