পোশাক খুলে ফেলে উবের চালককে লুটের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক তরুণী। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা প্রদেশে। এই ঘটনায় ২২ বছরের অ্যান্টনি কেনেডি ও ২২ বছরের রায়না ফিলিয়োসকে গ্রেফতার করা হয়েছে।
উবের চালকের বয়ান নিয়ে পুলিস জানিয়েছে, রায়না ফিলিয়োসকে গাড়িতে তুলতে গিয়েছিলেন সেই চালক। সেইসময় ঊর্ধাঙ্গে কিছু না পরেই তার সামনে আসেন রায়না। এরপর জোর করে তাকে বুকের মধ্যে টেনে নেন। সেই চালককে চুম্বন করতে শুরু করেন।
এরপর পেছন থেকে ধারালো অস্ত্র নিয়ে হাজির হন তরুণীর সঙ্গী অ্যান্টনি কেনেডি। এরপর সেই চালকের কাছে থাকা টাকাপয়সা দাবি করেন তারা। তবে হুমকির মুখেও নতিস্বীকার করেননি উবের চালক। অভিযোগ, তাকে ঘুঁসি মেরে পালান অ্যান্টনি ও রায়না। অস্ত্র দেখিয়ে লুটসহ একাধিক ধারায় অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর