কাশ্মীরের এক যুবকের স্টান্টবাজির ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি এক সাংবাদিক ভিডিওটি টুইট করেছেন। এরপর রিটুইট করে তা সকলের সামনে এনেছেন ভারতের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। একইসঙ্গে ঘটনার তীব্র সমালোচনা করেছেন তিনি।
ভিডিওতে দেখা যাচ্ছে, কাশ্মীর উপত্যকার রেললাইন দিয়ে ট্রেন ছুটে আসছে। তার আগে অন্যদিকে কিছুটা দূরে এক যুবক গিয়ে রেললাইনে শুয়ে রয়েছেন। কয়েক সেকেন্ড পরে তার উপর দিয়ে গতিতে বেরিয়ে গেল ট্রেনটি। তারপরই উঠে বিজয়োল্লাস কাশ্মীরি যুবকের। এই ঘটনাটি তার এক বন্ধু মোবাইল ক্যামেরাবন্দি করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় তা স্যোশাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়েছে। যদিও স্যোশাল মিডিয়ায় অনেকেই এই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৮/আরাফাত