ভারতের দিল্লির উত্তম নগরের বাসিন্দা ২২ বছরের যুবক আদনান খান বলিউডে সুযোগ পাওয়ার জন্য অদ্ভুত কান্ড ঘটালেন। চুরি করেই তিনি বড়লোকও হতে চান।
এবেলার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উত্তম দাবি করেছেন যে, তিনি ‘উত্তরাখন্ড ড্যান্স কমপিটিশনের’ বিজেতা এবং একজন সফল ড্যান্সারও। তবে এটা বিষয় নয়। প্রতিবেদনে তিনি বলেছেন যে, বলিউডে চান্স পাওয়ার জন্য চৌর্যবৃত্তিকেই সেরা পথ হিসাবে মনে করেন উত্তম।
গত মাসে দিল্লির দ্বারকা সেক্টরে একটি পিৎজার দোকান থেকে প্রায় তিন লক্ষ টাকা চুরি করেন আদনান ও তাঁর তিন বন্ধু। সেই তিনজনের মধ্যে রাম নামে একজনকে গত মাসেই পুলিশ গ্রেফতার করে। রামের থেকেই পুলিশ খবর পায় আদনানের। যদিও পুলিশের হাত থেকে বাঁচতে বারবার ঠিকানা পরির্বতন করেছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
দেশটির ডেপুটি কমিশানার শিবেশ সিং জানিয়েছেন, আদনান বিলাসবহুল জীবনযাপন করতে চায়। সিনেমার প্রতি প্রেম তার অনেক দিনের। সিনেমায় চান্স পাওয়ার জন্য মুম্বাই যেতে চেয়েছিল আদনান। কিন্তু তাঁর আর্থিক অবস্থা মোটেও ভাল নয়, তাই চৌর্যবৃত্তিকেই সঠিক উপায় মনে করেন তিনি। যদিও আদনানের গলায় কোন অনুতাপ নেই। তিনি জানান, আমি বিলাসবহুল জীবনযাপন করতে চাই আর সঙ্গে চাই কুড়ি জন বান্ধবীও।
বিডি প্রতিদিন/এ মজুমদার