তীব্র ঠান্ডায় থার্মোমিটারে বিস্ফোরণ ঘটেছিল রাশিয়ায়। সেই রেশ বোধ হয় পৌঁছে গেছে চীনে। সেখানে ডিম ফাটিয়ে ফ্রাই করার আগেই জমে বরফ হয়ে যাচ্ছে। শুধু ডিম নয় ইনস্ট্যান্ট নুডুলসও জমে বরফ হয়ে যাচ্ছে।
চীনের হুজহোঙ্গ জেলায় এমনই তীব্র শৈত্য প্রবাহে নাজেহাল সেখানকার বাসিন্দারা। খাবার খাবেন কী করে তারা, সবই তো বরফ হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির বাইরে একটি ডিম ফাটিয়ে পাত্রে ফেলার সঙ্গে সঙ্গে সেটি জমে বরফ হয়ে যাচ্ছে। সেই একই অবস্থা ইনস্ট্যান্ট ম্যাগিরও। চাপস্টিক দিয়ে ম্যাগি তুলতে না তুলতেই সেটি জমে বরফ হয়ে যাচ্ছে। তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর