ইতিহাস সৃষ্টি করেছে সামুদ্রিক প্রাণী ডলফিনের ভালোবাসার গল্প। অস্ট্রেলিয়ান জিওগ্রাফিকের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডলফিনেরা নাকি তাদের প্রেমিকাকে নেচে-গেয়ে খুশি রাখে। শুধু তাই নয়, ভালোবেসে উপহারও দেয়। আর এত্ষেত্রে ডলফিনের সবচেয়ে পছন্দের উপহার নাকি সামুদ্রিক স্পঞ্জ।গত বছর ন্যাচার ম্যাগাজিনে প্রকাশিত এক গবেষণার ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করে তারা।
এ ব্যাপারে প্রায় এক দশক ধরে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী উত্তর-পশ্চিম অস্ট্রেলিয়া উপকূলীয় অঞ্চলে গবেষণা চালিয়েছেন। এরপরই তারা এমন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। সম্প্রতি গবেষকেরা এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছেন।
একটি প্রাপ্তবয়স্ক অস্ট্রেলীয় হাম্পব্যাক পুরুষ ডলফিনকে নিয়ে তথ্যচিত্র বানাতে গিয়ে ব্যাপারটা ধরা পড়েছে গবেষকদের ক্যামেরায়। প্রথমে একটি ডলফিন পরিবারকে নিয়ে তথ্যচিত্র বানানো শুরু হয়। এ তথ্যচিত্রে ডলফির বাবা-মা ও তাদের ছানার কার্যকলাপ লক্ষ্য করা হয়।
তাতে দেখা যায়, এক ডুবে পুরুষ ডলফিনটি চলে যায় সমুদ্রের একেবারে গভীরে। তারপর সমুদ্রতট থেকে একটি স্পঞ্জ উপড়ে নিয়ে সাঁতরে যায় সঙ্গিনীর কাছে।
বিডি প্রতিদিন/১ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ