Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০১৮ ১২:৩১

অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ির সামনে অপেক্ষায় কুকুর, রহস্য কী?

অনলাইন ডেস্ক

অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ির সামনে অপেক্ষায় কুকুর, রহস্য কী?
এই সেই কুকুর ম্যাসিডন

কুকুরের কথা ভাবতে গীলে কুকুরের বিশ্বস্ততাই হয়তো মুখ্য হয়ে দাঁড়াবে। সম্প্রতি একটি ঘটনায় আবারও সেই বিশ্বস্ততাই প্রমাণিত হল। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত এক বাড়ির সামনে দেখা গেল একটি কুকুরকে। সব ভুলে প্রভুর অপেক্ষায় বসেছিল সে। ম্যাডিসন নামের ওই কুকুরের ছবি ইতিমধ্যেই ফেসবুকে ভাইরাল। 

জানা যাচ্ছে, গত মাসে ওই অগ্নিকাণ্ডে প্রায় ১৮ হাজার বসতি ধ্বংস হয়ে যায়। মৃত্যু হয় ৮৫ জনের। বহু মানুষ রাতারাতি আশ্রয়হীন হয়ে পড়েন। ম্যাডিসনের প্রভু ছিলেন আন্দ্রেয়া গেলর্ড নামের এক নারী। তিনিও আগুন লাগার পরে বাড়ি ছেড়ে পালিয়ে যান। এরপর তিনি যখন আবার ওই এলাকায় ফেরেন, তখন দেখতে পান তার বাড়ির ধ্বংসাবশেষের পাশে ঠায় বসে রয়েছে ম্যাডিসন। 

প্রভুর বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে দেখেও সেখানেই সে ঠায় বসেছিল। যেন পাহারা দিচ্ছে। স্বাভাবিক ভাবেই প্রিয় পোষ্যকে দেখে কান্নায় ভেঙে পড়েন আন্দ্রেয়া। ‘কে৯ প প্রিন্ট রেসকিউ’ নামের এক ফেসবুক পেজে ওই পোস্টটি ভাইরাল হয়। এরই মধ্যে ২০ হাজার লাইক ও প্রায় ১৪ হাজার শেয়ার হয়ে গিয়েছে। রাতারাতি নেটিজনদের মন জয় করেছে এই কুকুর। 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত


আপনার মন্তব্য