একবার এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল। মনে পড়ে সেই গল্প? সেইবার বক এসে বাঘের প্রাণ রক্ষা করেছিল। আর এবার বাঘের দাঁতে সমস্যা। এবার তাকে বিপদের হাত থেকে রক্ষা করলেন এক চিকিৎসক। প্রথমটা গল্পকথা। পরেরটা বাস্তব। ইন্টারনেটের দৌলতে বিশ্বজুড়ে অনেকেই দেখে চলেছেন বাঘের দাঁতে রুট ক্যানাল করানোর সেই ভিডিও। আর চমকে উঠেছেন।
দাঁত থাকতে কেউ দাঁতের মর্যাদা বোঝে না। দেখা যাচ্ছে, কেবল মানুষ নয়, প্রাণীরাও দাঁতের ব্যাপারে সব সময় যত্নবান থাকতে পারে না। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপে। সেখানকার এখন চিড়িয়াখানার বাঘের দাঁতের চিকিৎসার ভিডিও দেখে হতবাক নেটিজেনরা।
বাঘটির নাম ফ্যাবি। কয়েকদিন ধরে সে ঠিকমতো খাওয়াদাওয়া করছিল না। মাংস বা অন্য খাবার ছিঁড়ে খেতে তার সমস্যা হচ্ছে। এটা দেখার পরেই দন্ত চিকিৎসক এনে তার দাঁতের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ফ্যাবির দাঁতটিতে রুট ক্যানাল করতে সময় লেগেছিল ২ ঘণ্টা। এখন সে সুস্থ। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তার রুট ক্যানালের ভিডিও। চিকিৎসকের সাহসের প্রশংসা করছেন সবাই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর