Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২১ জানুয়ারি, ২০১৯ ০৬:২১

খুদে শিক্ষার্থীদের নিয়ে প্রধান শিক্ষকের নাচ! ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

খুদে শিক্ষার্থীদের নিয়ে প্রধান শিক্ষকের নাচ! ভিডিও ভাইরাল
সংগৃহীত ছবি

সারা দিন শিক্ষার্থীরা কম্পিউটারে মুখ গুঁজে বসে রয়েছে। তাতে শৈশব মাটি হচ্ছে! তাই ভেবেচিন্তে একটা উপায় বের করলেন চীনের শি গুয়ান স্কুলের প্রধান শিক্ষক। অফ পিরিয়ডে শিক্ষার্থীদের নিয়ে মাঠে নেমে পড়লেন তিনি। সকলকে নিয়ে গানের তালে পা মেলালেন। সেই গানের সঙ্গে যোগ দিলেন স্কুলের অন্য শিক্ষকরাও। সেই ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!

সম্প্রতি এমন ঘটনাটি ঘটেছে চীনের শানজি প্রদেশের শি গুয়ান প্রাথমিক স্কুলে। যা সামনে এসেছে চীনা সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর সৌজন্য।

শনিবার নিজেদের ফেসবুক পেজে ভিডিও পোস্ট করে তারা। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। গত ২৪ ঘণ্টায় ১ কোটি ১০ লক্ষ বার ভিডিও দেখা হয়েছে। শেয়ার করেছেন প্রায় আড়াই লক্ষ মানুষ। 

ভিডিও দেখে প্রধান শিক্ষকের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। তাদের মতে, মোবাইলের যুগে খেলাধূলা ভুলতে বসেছে শিশুরা। এ ভাবে তাদের নিয়ে মাঠে নেমে পড়ে ভাল করেছেন ওই শিক্ষক। সূত্র : আনন্দবাজার

ভিডিও দেখতে ক্লিক করুন


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন


আপনার মন্তব্য