Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৯ অক্টোবর, ২০১৯ ০৯:৩২
আপডেট : ১৯ অক্টোবর, ২০১৯ ১৩:২৯

স্বামীকে ডিভোর্স দিয়ে মেয়ের ভাসুরকে বিয়ে!

অনলাইন ডেস্ক

স্বামীকে ডিভোর্স দিয়ে মেয়ের ভাসুরকে বিয়ে!

স্বামীকে ডিভোর্স দিয়ে নিজের মেয়ে জামাইয়ের বড় ভাইকে (ভাসুর) বিয়ে করেছেন সেখানকার এক নারী। সম্প্রতি ভারতের পাঞ্জাবের মালিকপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর গাল্ফ নিউজ'র।

বিবাহ বন্ধনে আবদ্ধ দুজনের সম্পর্কের জটিলতা ছাড়াও রয়েছে বয়সের বেশ পার্থক্য। ওই নারীর বয়স ৩৭ বছর। আর তার মেয়ের ভাসুরের বয়স ২২ বছর। এমন ঘটনায় বিস্মিত দুই পরিবার। 

জানা যায়, নিজের মেয়ের ভাসুরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠেছিল ওই নারীর। নিয়মিত দেখা হতো তাদের। নতুন করে বিয়ের জন্য চলতি মাসের শুরুতে বর্তমান স্বামীকে ডিভোর্স দেন ওই নারী। তবে তার মেয়ে-জামাই কেউ তাদের এই সম্পর্কের কথা জানতো না। গত ১৪ অক্টোবর বাপের বাড়ি ঘুরতে এসে সেখানে ভাসুরকে দেখে অবাক হন তার মেয়ে। তারপরই মূলত ঘটনাটি জানাজানি হয়। উভয় পরিবার থেকে এই বিয়ে মেনে নেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে।

এদিকে পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকলে আদালতের দারস্থ হন নব দম্পতি। উভয়ের পরিবারের সদস্যদের কাছ থেকে সুরক্ষার জন্য আদালতে আবেদন করেন তারা। আগামী ৩১ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বিডি প্রতিদিন/হিমেল


আপনার মন্তব্য