৪ ডিসেম্বর, ২০১৯ ১০:১৮

ঘরে খাবার নেই, মাটি খায় শ্রীদেবীর ৬ সন্তান

অনলাইন ডেস্ক

ঘরে খাবার নেই, মাটি খায় শ্রীদেবীর ৬ সন্তান

প্রতীকী ছবি

মাথার ওপর ছাদ নেই তাই উপলামুদু ব্রিজের নীচে ত্রিপলের তাঁবুতে বাসবাস করেন কেরালার বাসিন্দা শ্রীদেবীর ছয় সন্তান। পেটে খিদে আছে, কিন্তু ঘরে খাবার বাড়ন্ত। খিদের চোটে তখন মুঠো মুঠো নোংরা মাটি খায় তারা।

দারিদ্র্যসীমার নীচে বাসবাস শ্রীদেবীর করুণ দশা চোখে পানি আনছে মানুষের। নিজের এবং সন্তানদের দূরবস্থার কথা জানিয়ে সরকারের কাছে চিঠি লিখতে বাধ্য হয়েছেন তিনি। যদি তার সন্তানদের দায়িত্ব নেয় কেরালা সরকার, খেয়েপরে বাঁচবে তারা

মর্মান্তিক এমন খবর দিনের আলোয় আসে কেরালার শিশু কল্যাণ কমিটি (সিডব্লিউসি) যখন শ্রীদেবীর সাত এবং পাঁচ বছরের দুই ছেলে এবং চার ও দুই বছরের দুই মেয়েকে ডেকে ডিজ্ঞাসাবাদ করে। তারপরেই এক মাসের দুই শিশুসহ শ্রীদেবীকে আশ্রয় দেওয়া হয় এক সরকারি স্বেচ্ছ্বাসেবী আশ্রমে। খবর জানাজানি হতেই নানা জায়গা থেকে সাহায্যের প্রতিশ্রুতি পাচ্ছেন শ্রীদেবী। 

সম্প্রতি তিরুবনন্তপুরমের মেয়র কে শ্রীকুমার পুরসভার একটি অফিসে চাকরির প্রস্তাব দিয়েছেন তাকে। সন্তানদের শিক্ষার পাশাপাশি মাথাগোঁজার জন্য ফ্ল্যাটের ব্যবস্থারও আশ্বাস দেওয়া হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর