পুলিশের গায়ে থুতু ছিটানোয় নিউ জিল্যান্ডে এক ব্যক্তিকে তিন মাসের জেল দেওয়া হয়েছে। দেশটির পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
পুলিশের সঙ্গে মানহানিকর আচরণ করায় বৃহস্পতিবার নর্থ আইল্যান্ডের নিউ প্লাইমাউথ জেলা আদালতে ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হন।
তবে ওই ঘটনা করোনাভাইরাসের সঙ্গে সংশ্লিষ্ট ছিল কি না তা নিশ্চিত করেনি পুলিশ।
বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে থুতু ছিটানো পুলিশ কর্মকর্তা ও সম্প্রদায়ের জন্য ঝুঁকি বাড়িয়ে দেয় এবং এমন আচরণ সহ্য করা হবে।
প্রসঙ্গত, নিউ জিল্যান্ডে ছিটানো থুতুতে কেউ রোগে আক্রান্ত হলে অভিযুক্ত ব্যক্তির ১৪ বছরেরও জেল হতে পারে।
বিডি প্রতিদিন/ফারজানা