শিরোনাম
২০ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫২

২৪ ঘণ্টা দৌড়ে ৩১৯ কিলোমিটার পাড়ি

অনলাইন ডেস্ক

২৪ ঘণ্টা দৌড়ে ৩১৯ কিলোমিটার পাড়ি

আলেক্সান্ডার সোরোকিন

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আল্ট্রারানার্স আয়োজিত ২৪ ঘণ্টার ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে নিজের বিশ্ব রেকর্ড ভেঙেছেন আলেক্সান্ডার সোরোকিন। লিথুয়ানিয়ার এ আল্ট্রাম্যারাথন দৌড়বিদ ২৪ ঘণ্টায় ৩১৯.৬১৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন। খবর এনডিটিভির।

ইতালির ভেরোনায় আয়োজিত এ ইভেন্টে সোরোকিনের গতি গড়ে প্রতি কিলোমিটারে ৪:৩০ মিনিট ছিল। এর ফলে নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন তিনি। তিনি গত বছরের আগস্টে ২৪ ঘণ্টায় ৩০৩.৫০৬ কিলোমিটারে দৌড়ে রেকর্ডটি করেছিলেন তিনি।

৪০ বছর বয়সী আলেক্সান্ডার সোরোকিন ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন, ‌‘আমি খুব ক্লান্ত, তবে আমি ভীষণ খুশি। আপনার সমর্থনের জন্য খুব, খুব ধন্যবাদ। আপনাদের এ ভালোবাসা সত্যিই এটি অনুভব করেছি’।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর