১৯ নভেম্বর, ২০২২ ১১:২৮

আন্তর্জাতিক পুরুষ দিবস আজ

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক পুরুষ দিবস আজ

বিশ্বজুড়ে নারী দিবস যতটা আলোচিত, পুরুষ দিবস ততটা নয়। অনেকেই পুরুষ দিবসের কথা শুনে অবাক হন। তবে নারী দিবসের পাশাপাশি আছে পুরুষ দিবসও। আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস। নব্বইয়ের দশকে দিনটি পুরুষ দিবস হিসেবে উদযাপন করা উদ্যোগ নেয় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। পুরুষদের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং আর্থ-সামাজিক অর্জনকে স্বীকৃতি দিতে বিশ্বব্যাপী এ দিনটি পুরুষ দিবস হিসেবে উদযাপন করা হয়।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, ইউক্রেন, ইতালি, আয়ারল্যান্ড, ডেনমার্ক, সিঙ্গাপুর, চীন, জ্যামাইকা, কিউবা, কানাডা, জিম্বাবুয়ে, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশে দিবসটি উদযাপন করা হয়। তবে এ দিবসটিকে এখনো পুরুষ দিবস হিসেবে স্বীকৃতি দেয়নি জাতিসংঘ।

ছেলে শিশু ও পুরুষদের জীবন, অর্জন, অবদান বিশেষ করে দেশ, সমাজ, সম্প্রদায়, পরিবারে তাদের অবদান উদযাপনই এ দিবস উদযাপনের লক্ষ্য। এর মূল উদ্দেশ্য পুরুষদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা বাড়ানো।


বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর