১১ জানুয়ারি, ২০২৩ ১২:৪৯

টিকটক ভিডিওর বদৌলতে কাজ থেকে অবসর পেলেন ৮২ বছরের বৃদ্ধ

অনলাইন ডেস্ক

টিকটক ভিডিওর বদৌলতে কাজ থেকে অবসর পেলেন ৮২ বছরের বৃদ্ধ

ওয়ারেন ম্যারিওন (ডানে) ও ররি ম্যাকার্টি

নৌবাহিনীর হয়ে কাজ করেছেন। সেখানে চাকরি শেষে অবসরে যাওয়ার কথা। কিন্তু অবসর তিনি পাননি। তার এখন ৮২ বছর বয়স। এই বয়সে ঘরে পরিবারের সদস্যদের সঙ্গে অবসর সময় কাটানোর কথা। কিন্তু এমন বয়সেও ওয়ারেন ম্যারিওন ওয়ালমার্টে ক্যাশিয়ারের চাকরি করছিলেন। তারই একটি ভিডিও টিকটকে পোস্ট করেছিলেন ররি ম্যাকার্টি নামের এক ব্যক্তি। আপলোডকারী ররি ম্যাকার্টি ওয়ারেন ম্যারিওনকে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। যাতে করে তিনি কাজ থেকে অবসর নিতে পারেন। অবশেষে সেটা সম্ভব হয়েছে।

ডিসেম্বরে ভিডিওটি পোস্ট করার পর ৩০ লাখেরও বেশি বার ভিউ হয়েছে। তার মধ্যে অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন। তহবিল থেকে পাওয়া ১ লাখ ৮ হাজার ৬৮২ ডলারের চেক ওয়ারেন ম্যারিওনের হাতে তুলে দেওয়া হয়েছে। চেক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়ারেন।

বিবিসি জানিয়েছে, ম্যারিল্যান্ডের কাম্বারল্যান্ডের বাসিন্দা ওয়ারেন ম্যারিওন কাজ থেকে অবসর নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। 

সূত্র : বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর