১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:৪৭

মূল্যস্ফীতির ধকল, পাকিস্তানে স্যান্ডউইচের আকার নামল ৩ ইঞ্চিতে!

অনলাইন ডেস্ক

মূল্যস্ফীতির ধকল, পাকিস্তানে স্যান্ডউইচের আকার নামল ৩ ইঞ্চিতে!

মূল্যস্ফীতির কারণে পাকিস্তানে সবকিছুর দাম তরতর করে বাড়ছে। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেই দেশটির জনগণের হিমশিম খাওয়ার দশা। তাই পাকিস্তানে স্যান্ডউইচ খাওয়া বিলাসিতার পর্যায়েই চলে গেছে। আর এই পরিস্থিতিতে দেশটিতে ৩ ইঞ্চি আকারের স্যান্ডউইচ বাজারে এনেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক রেস্তোরাঁ চেইন ‌‘সাবওয়ে’। 

শুধু পাকিস্তান নয় বিশ্বজুড়েই এই তিন ইঞ্চি আকারের স্যান্ডউইচ বাজারে এনেছে সাবওয়ে। 

সাবওয়ের এক মুখপাত্র ব্লুমবার্গকে জানিয়েছেন, এটা পাকিস্তানের গ্রাহকদের মূল্যায়ন করার একটা কৌশল। সাধারণত সাবওয়ে ৬ ইঞ্চি ও ১২ ইঞ্চি আকারের স্যান্ডউইচ বিক্রি করে থাকে।

ব্লুমবার্গ ইকোনমিক্সকে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অঙ্কুর শুক্লা জানিয়েছেন, পাকিস্তানে মুদ্রাস্ফীতির হার টানা তৃতীয় মাসের মতো  বার্ষিক ভিত্তিতে ২৭.৩৮ শতাংশে পৌঁছেছে। আর গত বছরের তুলনায় খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে ৩৮ শতাংশ।


সূত্র: ব্লুমবার্গ


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর