বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শূন্যে না নিঃশূন্যে

রবিউল হুসাইন

শূন্যে না নিঃশূন্যে

বোধগুলো নদী হয়ে এই বাংলার

বুক বেয়ে প্রবহমান অনন্ত সমুদ্রে

রাতের গভীরে নক্ষত্রপুঞ্জ জেগে থাকে

পৃথিবীর ঘুমন্ত মানুষের দিকে চেয়ে

তারা গ্রহ মেঘ বৃষ্টি পাহারা দেয় সেই

নিদ্রাহীনতায় যেখানে কেউ জেগে থাকে না

অথচ সারাক্ষণ জেগে থাকতে হয়

অন্ধকারের গভীর নিশীতে একটানা

কেউ কেন চলে গেল বা বলে অদূরের

ওই ঘনঘোর নিঃশব্দতার রহস্যে

আসলে সব চলে যাওয়া এমনি তরো

অকারণ কারণে অজানার না জানায়

হাঁটুভাঙা পথচলার পর্যটকের সঙ্গে

কোন নির্দিষ্টতা নেই কোন পরিচিহ্ন নেই

কোন কোনকিছু নেই তাহলে কী আছে

কী থেকে কী কেন কোথায় শূন্যে না নিঃশূন্যে

বাইরে না ভেতরে সামনে না পেছনে

দূরে না কাছে ওপরে না নিচে অধীরে না ধীরে

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর