২৬ জানুয়ারি, ২০২১ ২০:১৬

পৌর নির্বাচন ইস্যুতে হরিণাকুন্ডুতে আরও ৩ নেতা বহিষ্কার

ঝিনাইদহ প্রতিনিধি:

পৌর নির্বাচন ইস্যুতে হরিণাকুন্ডুতে আরও ৩ নেতা বহিষ্কার

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফারুক হোসেনের বিপক্ষে কাজ করার অভিযোগে আরও ৩ নেতাকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। এনিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৬ নেতাকে বহিষ্কার করলো জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ ৩ নেতার বহিষ্কারাদেশ নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাজেদুর রহমান টানু মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রবিউল ইসলাম পিলু মল্লিক ও হরিণাকুন্ডু পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মানুনর রশিদ আজাদ মল্লিক কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট করছেন। যা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ গঠিত তদন্তে সত্যতা প্রমাণিত হয়েছে।

একই ঘটনায় শনিবার ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দার, উপজেলা আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফুল ইসলাম শরীফ ও হরিনাকুন্ডু পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টুকে বহিস্কার করে জেলা আওয়ামী লীগ। এরপর এই বহিস্কারদেশ অবৈধ বলে পাল্টা সংবাদ সম্মেলন করে বহিস্কৃত ৩ নেতা। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর