বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ ও একজন নিহত হওয়ার মধ্যে দিয়ে দ্বিতীয় দফায় ৫২টি জেলার ১১৫ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে, শুরু হয়েছে ভোট গণনা।
সকাল আটটায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে একটানা বিকেল চারটা পর্যন্ত।
আজকের নির্বাচনে ২১টি ভোটকেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বরিশাল সদর উপজেলায় ১১, চাঁদপুরের ফরিদগঞ্জে ৮, ফেনীর একটিতে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি) এবং নিয়ন্ত্রণ বহির্ভূতের কারণে নোয়াখালী সদরের ভোট স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে বিকেল পৌনে চারটায় এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ১১৫টি উপজেলা নির্বাচনে মোট আট হাজার ৩২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।
এর মধ্যে বিশৃঙ্খলা হওয়ায় ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।
দ্বিতীয় দফায় তফসিল ঘোষণা করা হয়, ১১৭টি উপজেলার। এর মধ্যে কক্সবাজারের মহেশখালীর ভোট হবে ১ মার্চ এবং চাঁদপুরের হাইমচর উপজেলা নির্বাচনে আদালতের স্থগিতাদেশ রয়েছে। ফলে, ১১৫টি উপজেলায় ভোটগ্রহণ করা হয়।
এ সব উপজেলায় মোট এক হাজার ৩৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছে ৫০০ জন। ভাইস-চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৫০৬ জন। ভাইস-চেয়ারম্যান (নারী) প্রার্থীর সংখ্যা ৩৩৪ জন। মোট ভোটার এক কোটি ৯৫ লাখ ৯২ হাজার ৮৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৮ লাখ ৫ হাজার ১৫০ জন, নারী ভোটার ৯৭ লাখ ৮৭ হাজার ৭১৮ জন।
দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৩৪০ জন প্রার্থী।
মোট আট হাজার ৩২টি ভোটকেন্দ্র, ৫১ হাজার ১২৯টি ভোটকক্ষ রয়েছে। প্রিজাইডিং অফিসার প্রতি ভোটকেন্দ্রে একজন করে ৮ হাজার ৩২ জন। সহকারী প্রিজাইডিং অফিসার প্রতি ভোটকক্ষের জন্য এক জন করে মোট ৫১ হাজার ১২৯ জন এবং ১ লাখ ২ হাজার ২৫৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন।
প্রতিটি ভোট কেন্দ্রে একজন পুলিশ (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার একজন (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার ১০ জন (নারী-৪, পুরুষ-৬ জন) এবং আনসার একজন (লাঠিসহ) ও গ্রামপুলিশ একজন করে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকছেন।
এক নজরে ১১৫ উপজেলা: রংপুর বিভাগের ৭ জেলার ১৫ উপজেলা: পঞ্চগড় জেলার তেঁতুলিয়া, ঠাকুগাঁও জেলার বালিয়াডাঙ্গী, রানীশংকৈল, দিনাজপুর জেলার ঘোড়াঘাট, চিরিরবন্দর, বিরামপুর, বীরগঞ্জ, নীলফামারীর কিশোরগঞ্জ, লালমনিরহাটের পাটগ্রাম, সদর, হাতীবান্দা, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রামের নাগেশ্বরী, রাজারহাট ও রাজবপুর।
রাজশাহী বিভাগের ৭ জেলার ১৮ উপজেলা: গাইবান্ধার পলাশবাড়ী, জয়পুরহাটের ক্ষেতলাল, কালাই, সদর, বগুড়ার কাহালু, শিবগঞ্জ, আদমদীঘি, শাজাহানপুর, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, নওগাঁর আত্রাই, নিয়ামতপুর, পত্মীতলা, বদলগাছি, সদর, সাপাহার, রাজশাহীর বাঘা, নাটোরের বাগাতিপাড়া, গুরুদাসপুর, লালপুর, সদর, সিরাজগঞ্জের তাড়াশ, পাবনার চাটমোহর ও ভাংগুড়া।
খুলনা বিভাগের ৮ জেলার ১৬ উপজেলা: মেহেরপুরের গাংনী, মুজিবনগর, কুষ্টিয়ার কুমারখালী, খোকসা, মিরপুর, ঝিনাইদহের মহেশপুর, যশোরের চৌগাছা, ঝিকরগাছা, বাঘারপাড়া, শার্শা, মাগুরার মোহাম্মদপুর, শালিখা, বাগেরহাটের কচুয়া, ফকিরহাট, খুলনার ডুমুরিয়া ও সাতক্ষীরার শ্যামনগর।
বরিশাল বিভাগের ৩ জেলার ৫ উপজেলা: ভোলার চরফ্যাশন, বোরহানউদ্দিন, বরিশাল সদর, পিরোজপুরের কাউখালী ও নাজিরপুর।
ঢাকা বিভাগের ১৩ জেলার ২৮ উপজেলা: টাঙ্গাইলের সখিপুর, জামালপুরের ইসলামপুর, বকশিগঞ্জ, মেলান্দহ, শেরপুরের ঝিনাইগাতি, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, ভালুকা, সদর, নেত্রকোনার কলমাকান্দা, খালিয়াজুরী, পূর্বধলা, বারহাট্টা, মানিকগঞ্জের সদর, হরিরামপুর, মুন্সীগঞ্জের শ্রীনগর, সদর, ঢাকার কেরানীগঞ্জ, সাভার, নরসিংদীর শিবপুর, ফরিদপুরের নগরকান্দা, বোয়ালমারী, সালথা, গোপালগঞ্জের কোটালিপাড়া, সদর, মাদারীপুরের রাজৈর, শিবচর, সুনামগঞ্জের দিরাই, সুনামগঞ্জ সদর।
সিলেট বিভাগের ২ জেলার ২ উপজেলা: সিলেটের বালাগঞ্জ ও হবিগঞ্জের চুনারুঘাট।
চট্টগ্রাম বিভাগের ৯ জেলার ২৭ উপজেলা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কুমিল্লার দেবীদ্বার, মনোহরগঞ্জ, লাকসাম, চাঁদপুরের ফরিদগঞ্জ, মতলব (উ.), মতলব (দ.), সদর, হাইমচর, ফেনীর পরশুরাম, ফেনী সদর, নোয়াখালীর কবিরহাট, কোম্পানীগঞ্জ, চাটখিল, সদর, সোনাইমুড়ী, চট্টগ্রামের পটিয়া, লোহাগড়া, কক্সবাজারের পেকুয়া, চকরিয়া, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি, রাঙ্গামাটির কাপ্তাই, নানিয়ারচর, বান্দরবানের থানছি, রুমা, রোয়াংছড়ি ও লামা।