ঝিনাইদহ শহরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ উন্নয়ন কমিটি। রবিবার সকালে শহরের পায়রা চত্বর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা পরিকল্পনাহীন নগরায়ন, খাল ও জলাশয় দখল এবং ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে শহরে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে বলে অভিযোগ করেন।
এসময় বক্তব্য রাখেন ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম কমিটির সমন্বয় কমিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবুল বাশার, সহ-সভাপতি এম এ কুদ্দুস, এম এ কবির, আব্দুস সবুর, আবু সালেহ, এমদাদুল্লাহ আল মারুফ, সাব্বির আহমেদ জুয়েল, আনোয়ার হোসেনসহ অনেকে।
নেতারা সতর্ক করে বলেন, অবিলম্বে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত কয়েকদিনের বৃষ্টিতে ঝিনাইদহ পৌর এলাকার অলিগলি, রাস্তাঘাট ও স্কুল-কলেজের মাঠ পানিতে তলিয়ে গেছে। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
বিডি প্রতিদিন/আশিক