ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন এক হাজারেরও বেশি। এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৬০ হাজার ৪৩০ জনে দাঁড়িয়েছে। আর মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪৯ হাজার।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবার (২ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলু তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শনিবার (২ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৬০ হাজার ৪৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ৯৮টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ১০৭৯ জন। যার ফলে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪৮ হাজার ৭২২ জনে দাঁড়িয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বহু হতাহত এখনো ধ্বংসস্তুপের নিচে ও সড়কে পড়ে আছেন, কারণ উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
গত ১৮ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী হামলা ফের শুরু করে, যা জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি বাতিলের ইঙ্গিত দেয়।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়াওভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এ ছাড়া গাজায় যুদ্ধ পরিচালনার জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলাও চলছে।
সূত্র: আনাদোলু
বিডি প্রতিদিন/নাজিম