জাতীয় পার্টির নেতা সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ সোমবারচেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেন।
এর আগে গতকাল রবিবার জব্বারের বিরুদ্ধে ৫টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ট্রাইব্যুনাল-১ এ ৭৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে ৯৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন, ৬ খণ্ডের কেস ডায়েরি, সচিত্র প্রতিবেদন, 'একাত্তরের ঘাতকেরা' ভিডিও ইত্যাদি জমা দেওয়া হয়।
আনুষ্ঠানিক অভিযোগ সূত্রে জানা গেছে, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা, ধর্মান্তরিতকরণ, লুটপাট ও অগ্নিসংযোগে পিরোজপুরের মঠবাড়িয়ার ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের ৫টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে ৩৬ জনকে হত্যা ও গণহত্যা, ২০০ জনকে ধর্মান্তরিতকরণ এবং ৫৫৭টি লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তার অপরাধের ঘটনাস্থল মঠবাড়িয়ার ফুলঝড়ি, ললি ও আঙ্গুলকাটা। তবে জব্বার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পলাতক আছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র।