স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ডিজিটাল বাংলদেশ এখন আর শুধু শ্লোগান নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষও এর সুবিধা পাচ্ছে। বর্তমানে ৪৫টি হাসপাতালে টেলিমেডিসিন সেবা দেয়া হলেও ধীরে ধীরে এ সেবা দেশের সব উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে।
আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল মেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ঘরে বসে টেলিমেডিসিনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসা সেবা পাচ্ছে, যা আগে কল্পনা করা যেতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যখাতে তথ্য প্রযুক্তির সফল প্রয়োগ সম্ভব হয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্যখাতের মতো অন্যান্য সেক্টরকে তথ্য প্রযুক্তির আওতায় আনা সম্ভব হলে বাংলাদেশের অগ্রগতি কেউ রুখতে পারবে না। এশিয়ার মধ্যে বাংলাদেশ একটি প্রথম সারির দেশে পরিণত হবে। টেলিমেডিসিন সেবার বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, বর্তমানে ৪৫টি হাসপাতালে এই সেবা দেওয়া হচ্ছে। ধীরে ধীরে এ সেবা দেশের সব উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী মেলায় স্থাপিত মন্ত্রণালয়ের প্যাভিলিয়ন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নেত্রকোনার পূর্বধলা, রংপুরের পীরগঞ্জ, সিরাজগঞ্জের রায়গঞ্জ, সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় অন্যদের মধ্যে তথ্য ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, পরিবার পরিকপ্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।