প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীন বাংলাদেশের অত্যন্ত পরীক্ষিত বন্ধু। চীনের সঙ্গে নয়া গতিশীলতা যুক্ত করা হবে। চীনকে বাংলাদেশ অনুসরণ করবে। গতকাল চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি চ্যানেল সিসিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সিসিটিভির ওয়েবসাইটের টাইটেলে বলা হয়েছে, বাংলাদেশ নেতা বলেছেন, তিনি চীনের সঙ্গে একটি নিউ ডায়নামিজম বা নয়া গতিশীলতা যুক্ত করতে চান। তাকে যখন প্রশ্ন করা হয়, আপনি কতবার চীন সফর করেছেন, তখন তিনি গভীর সন্তুষ্টির সঙ্গে বলেন, আমি চারবার চীন সফর করলাম এবং যখনই আমি সফর করি তখনই আমি পরিবর্তন লক্ষ্য করি। ১৯৯৩ সালে আমি বিরোধীদলীয় নেতা হিসেবে চীন সফর করেছিলাম। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী, ২০১০ সালে প্রধানমন্ত্রী এবং এবারও আমি প্রধানমন্ত্রী হিসেবে এলাম। প্রতিবারই আমি আপনাদের পরিবর্তন দেখতে পাই।
প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি সাক্ষাৎ করেছেন, সেখানে আপনি চীনা বিনিয়োগের জন্য একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের কথা বলেছেন। বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক সম্পর্কে কিছু বলতে পারেন কি? এর উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চীন প্রকৃতপক্ষে আমাদের উন্নয়ন অংশীদার, আমাদের দেশে বহু ব্রিজ চীন তৈরি করেছে। বিদ্যুৎ উৎপাদন, অবকাঠামো উন্নয়ন এবং অনেক ক্ষেত্রে চীন সহায়ক ভ্যমিকা রাখছে। সুতরাং আমরা বিশ্বাস করি, চীন ও বাংলাদেশ আরও অধিকতর এবং আরও অধিকতর সহযোগিতা দিতে পারে।