রাজধানীর গুলশানে আজ বুধবার বাদ আসর আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে উপমহাদেশের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমকে দাফন করা হবে। সকালে এ্যাপোলো হাসপাতাল থেকে ফিরোজা বেগমের মরদেহ ইন্দিরা রোডের বাসায় নিয়ে যাওয়ার পর দুপুর দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত রাখা হবে শহীদ মিনারে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য।
এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটায় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৪ বছর বয়সী এই জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী।